গণতন্ত্র সুরক্ষায় সরকারের দায়িত্ব সর্বোচ্চ হওয়া উচিত : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ১০:১০:৩২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ দায়িত্ব পালনে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের সুরক্ষায় সরকারের দায়িত্ব সর্বোচ্চ হওয়া উচিত। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সত্যনিষ্ঠ, জনমুখী ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় তারেক রহমান আজ জনগণের আস্থা ও আশার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
রোববার দুপুর ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এ কর্মসূচি জনগণের জীবনমান উন্নয়নের রূপরেখা। তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে, তাদের অধিকার ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. আবেদ রাজা, সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু এবং কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান। সভাপতিত্ব করেন জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গফ্ফার চৌধুরী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবুল ও লুৎফুর রহমান মেহের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরু এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মইনুল হক বকুল।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।