মানুষ এখন সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় : গোয়াইনঘাটে জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৬:৪৮:৫০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্যপদপ্রার্থী মো: জয়নাল আবেদীন বলেছেন, জুলাই বিপ্লবের পরে মানুষ এখন সবকিছুতে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। জনপ্রতিনিধি নির্বাচনেও মানুষ এখন আর আগের মতো গতানুগতিক ধারায় হাঁটবে না। নতুন বাংলাদেশে স্মার্ট, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনেই মানুষ আগ্রহী। তিনি বলেন স্থানীয় মানুষের দু:খ, দুর্দশা বুঝবে, সুখে দু:খে মানুষের পাশে থাকবে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করে নিয়ে আসতে হবে। বাইরের লোকদের দিয়ে কোন এলাকাতেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।
তিনি রোববার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি, হাদারপার বাজার, রায়গড়, লালটিকি এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়াইনঘাট উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ ও সেক্রেটারী মাওলানা ইমরান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি