লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০০:৫৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে বাংলাদেশে বৃটিশ ল’ এবং লিগ্যাল সিস্টেমের তাৎপর্য বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী- ১ এ ‘ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে কী-নোট স্পিকার ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে প্র্যাক্টিসিং ব্যারিস্টার, লন্ডন বোরো অব নিউহ্যামের প্রাক্তন ডিপুটি স্পিকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাজির আহমেদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আইন বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশ ঘটাবে। তারা বাংলাদেশের আইনি পদ্ধতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে সেমিনারের কীনোট স্পিকারের কাছ থেকে।’ তিনি ব্যারিস্টার নাজির আহমেদকে লিডিং ইউনিভার্সিটিতে এসে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যখনই দেশে আসবেন লিডিং ইউনিভার্সিটিতে আসার আমন্ত্রণ জানান।
কীনোট স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, বাংলাদেশের আইনগত পদ্ধতি বিকাশিত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ নিয়মে। এদেশের অনেক মৌলিক আইন যেমন দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, চুক্তি আইন এবং কোম্পানি আইন বৃটিশ সাধারণ আইন দ্বারা প্রভাবিত। তিনি বাংলাদেশের আইন ব্যবস্থায় বৃটিশ ল’ ও লিগ্যাল সিস্টেমের তাৎপর্য এবং উভয় দেশের আইনের তুলনামূলক পর্যালোচনা করেন।
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার (সাবেক অতিরিক্ত সচিব) মো. মফিজুল ইসলাম। আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি