কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড কংগ্রেস প্রোগ্রাম
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০১:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড কংগ্রেস-২০২৫ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্কুলের ৩৫জন, ৩৫জন কৃষক ও সাংবাদিকদের নিয়ে সোমবার (৩০ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার দাশ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পিএপিসির সদস্য আনোয়ার হোসেন, নন গ্যাপ সদস্য মোজাম্মেল হোসেন ও জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসে কৃষক প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিওচিত্রে তুলে ধরা হয় পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তির গুরুত্ব।