এনবিআরে অচলাবস্থার অবসান
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০০:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে দুই দিনের শাটডাউন কর্মসূচি শেষে সোমবার কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। গতি ফিরেছে নিয়মিত কাজে। কর্মচাঞ্চল্য পরিবেশে দাফতরিক কাজ করছেন এনবিআরের কর্মকর্তারা।
এর আগে, রোববার মার্চ টু এনবিআর, কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো এনবিআর কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।
এর আগে, রোববার রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে।
এর আগে, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে এনবিআর বিলুপ্তি রোধসহ কয়েকটি দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন। গত ২৫ মে মন্ত্রণালয় ৩১ জুলাইয়ের আগে অধ্যাদেশটি সংশোধন করার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়। এরপর ২২ জুন থেকে ফের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। সর্বশেষ গত ২৩ জুন শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গত দুই দিন এই কর্মসূচি চলে।