জারীকৃত প্রজ্ঞাপন স্থগিত করার আহ্বান সড়ক পরিবহন মালিক সমিতির
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০৪:১৭ অপরাহ্ন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক গত ১৯.০৬.২০২৫ ইং তারিখে যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণ করে জারীকৃত প্রজ্ঞাপনটি পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থগিত করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির।
এক বিবৃতিতে তারা বলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জেলার সর্বস্তরের পরিবহন মালিকদের সমন্বয়ে গঠিত একটি সমিতি। যা দীর্ঘদিন যাবৎ মালিক শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করছে। দেশের অন্যান্য জেলার মত সিলেট জেলার পরিবহন ব্যবসায়ী অধিকাংশ মালিক মধ্যবিত্ত পরিবারের। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অনেক ক্ষেত্রে একটি গাড়ি অনেক পরিবারের আয়ের উৎস। মালিকরা কঠিন শর্তের মধ্যে থেকেও বিভিন্ন কোম্পানী থেকে দীর্ঘ কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করে থাকেন। এছাড়া বর্তমানে গাড়ির পার্টসের মূল্য প্রায় দ্বিগুণ। এমনকি ক্ষেত্র বিশেষে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যে কারণে একজন মালিক তার গাড়ি রাস্তায় পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। নেতৃবৃন্দ বলেন, এমন পরিস্থিতিতে গত ১৯.০৬.২০২৫ ইং তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেছেন। উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস আর চলাচল করতে পারবেনা। অথচ বহুদিন যাবৎ পরিবহন ব্যবসায়ীরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় যদি বাস-মিনিবাস গাড়ীর আয়ুকাল ২০ বছর রাখার সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে যায় তবে হাজার হাজার গাড়ির মালিক নিঃস্ব হয়ে যাবেন।
তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রজ্ঞাপন স্থগিত করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি