প্রথম জাতীয় ব্লাড অলিম্পিয়াডে সিকৃবি’র ঈগল এলিট দলের সফলতা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০৭:৪৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈগল এলিট দল প্রথম জাতীয় ব্লাড অলিম্পিয়াড-২০২৫-এ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (৩০ জুন) ঈগল এলিট দলের সদস্যরা সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম দলটির এই গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে সফলভাবে উপস্থাপন করায় আমরা গর্বিত। এ অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো সিলেট অঞ্চলের জন্যও সম্মানের।
সাক্ষাৎকালে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার উপস্থিত ছিলেন এবং দলটির এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের এক ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর আয়োজনে অনুষ্ঠিত এবারের অলিম্পিয়াডে দেশের ৬১টি জেলার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ২৬০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্ব ২৭ জুন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে ঈগল এলিট দল ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত বাঁধন আজ অবধি প্রায় ১১ লাখ ২০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও দান করেছে। বর্তমানে দেশের ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি