কানাইঘাটে জামায়াতের কর্মী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৮:০০:২৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিমে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, ফ্যাসিস্টরা বিতাড়িত হবার পর আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন এই দেশ গঠনে আমাদের সবার দায়িত্ব অনেক বেশি। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণ রাজনৈতিক দলগুলোর দিকে চেয়ে আছে। তারা রাজনীতিবিদ ও দলগুলোর কাছে একটি বৈষম্যহীন দেশ ও সমাজ উপহার চায়।
হাফেজ আনওয়ার হোসাইন খান সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপজেলা নায়েবে আমীর মাওলানা ফয়সল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি