শাবিতে ভাড়ায় ৩টি দ্বিতল বাস, ইউজিসির অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৮:১৮:৫৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে ৭৫ আসনবিশিষ্ট ৩টি দ্বিতল বাস ভাড়ায় নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
চিঠিতে বলা হয়, বাস ভাড়ায় সরকার নির্ধারিত ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ এবং ‘রুলস-২০০৮’ অনুসরণ করতে হবে। পাশাপাশি চুক্তি সম্পন্ন হওয়ার পর তা দ্রুত কমিশনে দাখিল করতে হবে এবং আয়করসহ অন্যান্য প্রযোজ্য কর কেটে ভাড়া পরিশোধ করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস ক্রয়ের সিদ্ধান্ত নিলে তখন ভাড়ায় নেওয়া বাসগুলোর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, বাসের সংকটে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে। কেউ ঠাসাঠাসি করে আসে, কেউ আবার পাবলিক বাসে ঝুঁকি নিয়ে চলাচল করে। এসব বিবেচনায় বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরই দ্রুত বাস সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। নতুন বাস না আসা পর্যন্ত বিআরটিসির বাস ভাড়া করার অনুমোদন দিয়েছে ইউজিসি। আশা করছি, শিগগিরই নতুন বাস কেনার অর্থ বরাদ্দও পাওয়া যাবে।