চোরাই চা পাতা জব্দ করতে গিয়ে বিজিবি সদস্য আহত
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ১০:০৫:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে চোরাই চা পাতা বহনকালে একটি পিকআপকে ধাওয়া দিয়ে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে এক বিজিবি সদস্য আহত হন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জৈন্তাপুর উপজেলার সুরাইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালান সন্দেহে থামার সিগন্যাল দেয়। কিন্তু চালক না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে করে ধাওয়া শুরু করেন।
ধাওয়া করার এক পর্যায়ে পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি কাঠের স-মিলের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে চোরাই চা পাতা উদ্ধার করে বিজিবি। জব্দকৃত চা পাতার মালিক শাহজাহান এবং গাড়ির মালিক মো. জহিরুল ইসলাম বলে বিজিবি সুত্র নিশ্চিত হয়েছে।
ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিজিবি সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি হাঁটুর নিচে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
বিজিবি জানায়, জব্দকৃত চা পাতা ও পিকআপটি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।