আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস : বিএসপিএ সিলেট স্পোর্টস এওয়ার্ড পাচ্ছেন ৩ জন
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ১০:৫৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। প্রায় ১০০ বছর আগে আত্মপ্রকাশ ঘটে একটি সংস্থার। ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়।
বিশেষ এই দিবসে সব ক্রীড়া সাংবাদিক, লেখক, খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক এবং ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিএসপিএ সিলেট শাখার সভাপতি মঞ্জুর আহমদ ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তাফা খান।
বিএসপিএ সিলেট শাখাও আজ বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছে। বেলা ৪টায় সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয়েছে এক বর্ণিল অনুষ্ঠানের। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের তিন কৃতি জনকে দেয়া হবে ‘বিএসপিএ সিলেট স্পোর্টস এওয়ার্ড’। এই তিন জনই স্ব স্ব ক্ষেত্রে আলো ছড়াচ্ছেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ।
এ উপলক্ষে একটি আকর্ষণীয় বুশিয়ারও বের করছে বিএসপিএ সিলেট।
এআইপিএস এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে। বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এখন পর্যন্ত বাংলাদেশসহ প্রায় ১৬৭টি দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেয়েছে।
১৯৬২ সালে গঠিত হয় ‘পূর্ব পকিস্তান ক্রীড়ালেখক সমিতি’। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জন্ম নেয় ‘বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি’, আর এটিই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ।
বাংলাদেশে ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবারই দিবসটি উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে বিএসপিএ নানা কর্মসূচী পালন করে।