এশিয়ান কাপের মূল পর্বের পথে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ৮:৩৫:১৯ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: এশিয়ান কাপে ঋতুপর্ণা চাকমার জোরা গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা অনেকটা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের দল।
শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে হেরে গেলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে মায়ানমার-বাহরাইন ম্যাচের দিকে চোখ রাখতে হবে ঋতুপর্ণাদের।