সিলেটে করোনায় ঝরলো আরও এক প্রাণ
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ৮:৩৮:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি দফায় করোনা সংক্রমণে সিলেটে দু’জনের মৃত্যু হলো। সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বুধবার দুপুরে করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা জানায়, গত মঙ্গলবার রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে চিকিসাধীন অবস্থায় করোনাভাইরাসে মঙ্গলবার রাতে আরও একজন মারা গেছেন। তিনি করোনা ছাড়াও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। এর আগে গত ২৬ জুন একই হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও বাসা বাড়িতে ২৫ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।