কবি নিজাম উদ্দীন সালেহকে গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৭:১৪:১৭ অপরাহ্ন
সত্তরের দশকের শক্তিমান কবি, সাংবাদিক, অনুবাদক এবং দৈনিক জালালাবাদ এর সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহকে সাংবাদিকতায় গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে বিশ^নাথ পুরানবাজারে একটি অভিজাত রেন্টুরেন্টে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা মজিদ আমপল্লীর উদ্যোগে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মো. আব্দুল মুকতাদির এবং কৃষিক্ষেত্রে অবদানের জন্য মজিদ আমপল্লী টেংরার সহযোগিতার অংশীদারিত্বে মুনমুন হোসেইনকেও সম্মাননা প্রদান করা হয়। পরে সংবর্ধিত ব্যক্তিদের ক্রেস্ট ও নগদ অর্থ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি সেবুর সঞ্চালনায় সাংবাদিক মো. শাহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী শিক্ষাবিদ মাস্টার মাহফুজুর রহমান বাবুল।
উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহবায়ক নুর আলী মেম্বার, উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান শেখ হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ ফেমাস লেখক ফোরামের সভাপতি কবি এখলাছুর রহমান এখলাছ, বাংলাদেশ ব্যাংক সিলেটের সিনিয়র কর্মকর্তা আল জাহান, লালাবাজার শাখা ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন, কবি ও লেখক আব্দুল হান্নান ইউজেক্টিস, বিশ্বনাথ ইনকিলাব সংসদের সভাপতি মোঃ মোছন আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সিলেট জেলা জিয়া মঞ্চ’র সহ সভাপতি আমীর আলী, অলংকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য বশির উদ্দিন, ৯ নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ ও শিক্ষাবিদ তৌফিক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব। বিজ্ঞপ্তি