গোয়াইনঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হকের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৮:০৪:০০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে সংগঠনের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিগত করোনা ও বন্যায় তিনি মানুষের পাশে থেকে সেবা দিয়েছেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা করেছেন এবং যুক্তরাজ্যে অবস্থানকালে দলীয় কার্যক্রমে নিয়মিত সক্রিয় থেকে কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনগণের সাথে নিবিড় সম্পর্ক সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার নৈতিক শক্তি যুগিয়েছে। মানুষের ভালবাসা নিয়ে এই অঞ্চলের দীর্ঘদিনের সকল বঞ্চনার অবসান ঘটাতে চান। দলের মনোনয়ন না পেলে তিনি দলের মনোনিত প্রার্থীর সাথে কাজ করবেন বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বিএনপির সদস্য দুলু মিয়া, বিমানবন্দর থানা বিএনপি সদস্য মোঃ এমদাদুল হক ও মুর্শেদ আহমদ।