আজকের শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার : হাকিম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫, ৯:৩৪:১৯ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। বর্তমান যুগ হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের যুগ। এই সময়ে যুগোপযোগি শিক্ষার মাধ্যমে তাদেরকে জাতির নেতৃত্বে উপযোগি করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ-জাতি উপকৃত হবে।
তিনি শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট উপজেলা ফতেপুর ইউনিয়নের বাংলাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১০ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমেদ চৌধুরী পরিচালনায় স্থানীয় বাংলাবাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য এখলাসুর রহমান, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম নাসিম, ফয়সল আহমদ, মিসবাহ উদ্দিন, মুহিবুর রহমান, শওকতুল ইসলাম, ফয়েজ উদ্দিন, পরিষদের সহ-সভাপতি নাহিদ হাসান, সহ সাধারণ তোফায়েল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি