ছিনতাইয়ে অভিযুক্ত সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫, ৯:৩৫:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ছিনতাইয়ের অভিযোগে মারধর ও মাথা ন্যাড়া ঘটনার শিকার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আফছর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে তাকে বহিস্কার করা হয়েছে।
ঐ স্বেচ্ছাসেবক দল নেতার নাম এমদাদুল ইসলাম মিজান। তিনি বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
এর আগে গত বুধবার (২ জুলাই) সন্ধ্যা রাতে নগরীর আম্বরখানা সংলগ্ন এলাকায় ঐ স্বেচ্ছাসেবক দল নেতাকে ছিনতাইয়ের অভিযোগে আটক করে ব্যাপক মারধর করার পর মাথা ন্যাড়া করে দেয়া হয়। এদিকে ঘটনার পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা। কেউ কেউ ছিনতাইকারীর বিচার দাবী করেছেন আবার কেউ কেউ ঘটনাটিকে নিজ দলের আভ্যন্তরীণ কোন্দল হিসেবেই মন্তব্য করেন। ঘটনার পর গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।
এ নিয়ে শুক্রবার (৪ জুলাই) দৈনিক জালালাবাদের ১ম পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দল কর্তৃক বহিস্কারের মাধ্যমে অভিযুক্ত ঐ নেতার ছিনতাইয়ের বিষয়টি সত্য বলে মনে করছেন কেউ। আবার এটাকে লাঞ্চিত এক নেতার প্রতি জুলুম বলেও মন্তব্য করেছেন একাধিক দলীয় নেতাকর্মী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।