সাবেক সিইসি শামসুল হুদার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৫:২৪:০০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বহুল আলোচিত জাতীয় সংসদ নির্বাচন যার মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় আসে।