লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৬:৪৭:৪০ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
সভায় লিডিং ইউনিভার্সির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশেষজ্ঞ সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, সহকারি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) সুমিত রায় এবং ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ও সহকারি ইঞ্জিনিয়ার (সিভিল) অরবিন্দ রয় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি