ওসমানীনগরে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৮:২৬:১৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে আপন ভাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছোট বোনকে বিষপানে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের থানাগাঁও বাজারস্থ আমির উদ্দিন মার্কেটের ৩য় তলায় ভাড়াটিয়া আলখাছ আলীর পরিবারে ঘটনাটি ঘটেছে এবং আলখাছ আলীর বাড়ি একই ইউনিয়নের রঘুপুর গ্রামে। ঘটনার পর আলখাছ আলীর ছেলে অভিযুক্ত রাহী আহমদ (২৮)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্বজনেরা। এ ঘটনায় আটককৃত ছেলে রাহীকে আসামি করে পিতা আলখাছ আলী ওসমানীগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঘুপুর গ্রামের বাসিন্দা ধৃত রাহী দীর্ঘদিন ধরে তার ১৫ বছর বয়সী ছোট বোনের উপর কুদৃষ্টি দেয়। এরপর সে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে তার বোনকে মারপিট করে। ভিকটিম মেয়েটি তার মাকে বিষয় খুলে বললে রাহীকে পরিবার থেকে বের করে দেওয়া হয়।
একসময় সে বাড়িতে এসে আর এমন বাজে আচরণ করবে না বলে ক্ষমা চেয়ে আশ^স্থ করলে পারিবারিক শালিস শেষে তাকে আবার ঘরে থাকতে দেওয়া হয়। ঘটনার দিন ৭টার দিকে রাহী ওয়ার্কসপের কাজ থেকে বাড়ি ফিরে আসে। ঐদিন রাত ৮টার দিকে তার বোনকে তার রুমে নিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে গলা চেপে ধরে মুখে বিষ প্রয়োগ করে। মেয়ের আর্ত চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে দরজা খুলতে না পেরে শোরগোল শুরু করলে নিকটস্থ বাজার থেকে লোকজন এসে দরজা ভেঙ্গে মেয়েকে মুখ দিয়ে লালা পড়া অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। তাৎক্ষণিক মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এরপর কৌশলে পালিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনের সহযোগিতায় অভিযুক্ত রাহীকে আটক পুলিশে সোপর্দ করেন পিতা-মাতাসহ অন্যান্য ভাইয়েরা। ঘটনার পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিপূর্বক ময়নাতদন্ত শেষে শনিবার বিকাল সাড়ে ৫টায় জানাজা শেষে রঘুপুরস্থ পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।
ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ মো. মোনায়েম মিয়া বলেন, আটককৃত আসামিকে কোর্টে চালান করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।