বটেশ্বরে বিপুল ভারতীয় চোরাই জিরা আটক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৯:৫০:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর বটেশ^র এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকালে শাহপরান থানা পুলিশের অভিযানে সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার গেইট সংলগ্ন বটেশ^র এলাকা থেকে এসব জিরা আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৫ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার গেইট সংলগ্ন সড়কে সন্দেহজনক একটি ডিআই পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। সেই মুহুর্তে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১,৬২০ কেজি জিরা পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া আটক করা হয় একটি নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩) যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পালিয়ে যাওয়া চালকসহ জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।