সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১২:৫৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, পরিবহন শ্রমিকদের হয়রানী বন্ধ করাসহ ৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার (৮ জুলাই) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা।
রোববার (৬ জুলাই) বেলা তিনটায় জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম এ ঘোষণা দেন। এর আগে শনিবার (৫ জুলাই) পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরিবহন শ্রমিক নেতা ময়নুল বলেন, ধর্মঘটে কোনো পিকেটিং হবে না। কোনো গাড়ি ভাঙচুর করা হবে না। ঘরে বসে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করবো। এইচএসসি পরীক্ষার্থী, বিদেশ যাত্রী ও রোগী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ধর্মঘটের আওতার বাইরে থাকবে।
এর আগে শনিবার সিলেট জেলা মালিক সমিতির কার্যালয়ে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনগুলোর বৈঠক হয়েছিলো। সভায় সকল সংগঠন এই সিদ্ধান্তে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
রোববার বিকেলে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ইটা ভাটা বন্ধ করাসহ বিভিন্নভাবে অসুবিধা করছেন, তাই তাঁর উপর অমাদের আপত্তির বিষয়টিও মঙ্গলবারের কর্মসূচিতে রয়েছে।
তিনি বলেন, পাথর কোয়ারির শুধু ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত না। শত শত ট্রাক শ্রমিক পাথর কোয়ারির সঙ্গে সম্পৃক্ত। এতে মালিক-শ্রমিকদের আর্থিক বিষয় জড়িত। ট্রাক শ্রমিকরা কোয়ারি থেকে পাথর পরিবহন করে জীবিকা নির্বাহ করছে। এটা থেকে কেন শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে সকল পাথর কোয়ারিও খুলে দিতে হবে।
এর আগে সিলেটের জেলা প্রশাসকের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। রোববার দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতী অব্যাহত ছিল। এই কর্মবিরতি সোমবার (৭ জুলাই) পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদিও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জেলা প্রশাসকের অপসারণের দাবী থেকে সরে এসেছিল। তবে পরিবহন শ্রমিক নেতারা মঙ্গলবারের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সেটি আবার যুক্ত করেছেন।
পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।