সিলেটে ভারী বৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১:৪০:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে টানা কয়েকদিনের বৃষ্টির পর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবে আগের ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৬টা থেকে ৬ জুলাই সকাল ৬টা পর্যন্ত) ১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ, যা বিকেল ৬টায় বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে।