জামায়াত আমীরের শাশুড়ির ইন্তেকাল, আজ জানাজা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৭:০২:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর আমীর ফেসবুক-পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।
আয়শা আহমাদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
আজ সোমবার (৭ জুলাই) বাদ যোহর মোহাম্মদপুর তাজমহল রোডের বাইতুল ফেরদৌস জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও লিখেন, ‘আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা’য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা’য়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।’
ডা. শফিকুর রহমান সকলের কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।