লন্ডনে শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:৫৪:৩৫ অপরাহ্ন
সিলেট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় আড়াইশ’ প্রাক্তন ছাত্রছাত্রী পরিবারসহ অংশ নেন। গত ১৩ জুলাই লন্ডনের রোওডিং ভেলি ক্রিকেট ক্লাবে আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জামেয়ার সাবেক ভাইস-প্রিন্সিপাল আব্দুস শাকুর।
দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল খেলা, দড়ি টান, বারবিকিউসহ বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাচল ও রাফেল ড্র । আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টে জামেয়ার বিভিন্ন ব্যাচের আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন ও ২০০৭ ব্যাচ রানার্সআপ হয়। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ছাত্র জামিল চৌধুরী ও মোঃ মুক্তাদিজ্জামান।
পুরস্কার বিতরণীপর্বে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শরিফ উদ্দিন ও অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মন্জুর হক। স্বাগত বক্তব্য রাখেন প্রধান কো-অর্ডিনেটর আমির খসরু। এ সময় প্রধান অতিথি আব্দুস শাকুর বিজয়ীদের হাতে ট্রফি তোলে দেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র আজমল মাসরুর ও শাব্বির আহমেদ কাউসার। উপস্থিত ছিলেন সাবেক দুই শিক্ষিকা মাহমুদা জাহান সুজি ও শাহিদা নূর।
এ সময় আল্যামনাই এসোসিয়েশনের ইউকে এর পক্ষ থেকে ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুরকেও সম্মাননা ক্রেস্ট তোলে দেন সাবেক ছাত্র মকছুদ এলাহি ছাবের ও শাব্বির আহমেদ কাউসার।
দিনব্যাপী আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন ইয়ামিনুর রহমান রুবেল, গোলাম জিলানি, আহমাদ জাকি আল আদিল, মুহি মিকদাদ, মারুফ রহমান, মুহাম্মদ মঞ্জুর হক, শারমিন আজিজ, রুবা জাহরা, তাকিয়া সালমা বুসরা। স্পন্সর ছিলেন সাপোর্টিং কেয়ার ও আল-সাফা ট্রাভেলস।