মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশীসহ ২২৫ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৯:৩২:৫৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে অপস মাহির নামের অভিযান চালিয়ে ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে মঙ্গলবার জোহরের পাসির গুদাং এর তানজুং ল্যাংসাতে বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ সাইটে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৮৪ জন বাংলাদেশী রয়েছেন।
বৃহস্পতিবার জোহর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন সংশ্লিষ্ট স্থানে বৈধ পারমিট বা পাস ছাড়াই বিপুল সংখ্যক বিদেশী কাজ করছে বলে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশী নাগরিকদের কাগজপত্র তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২১ থেকে ৬৩ বছর। এছাড়া আটক করা হয়েছে, প্রকল্পস্থলের ব্যবস্থাপক এবং মানবসম্পদ কর্মকর্তাকে।







