মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী অপহরণ মামলায় ৭ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৭:২০:০১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশী ব্যবসায়ী অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
দেশটির হারিয়ান মেট্রো’র প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশী ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সোহেল রানা ও শাহজাহান এই দুজন বাংলাদেশী নাগরিক।
বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা। বুধবার এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।
ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।
উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।







