জিএসসি সাউথইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৮:২৭:১৪ অপরাহ্ন

ব্রিটেনের প্রবাসী বাংলাদেশীদের সর্ব সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন গত ৩ আগস্ট পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলে সম্পন্ন হয়েছে। সভায় বিলাতের বিভিন্ন শহর থেকে অসংখ্য জিএসসি’র নেতা-কর্মী, সমাজকর্মী, পেশাজীবী, রাজনীতিক, আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইলেক্ট্রনিক্স ও মিডিয়া ব্যাক্তিত্ব , বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত দ্বি-বার্ষিক সভা দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিদায়ী চেয়ারপার্সন এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আমিন আহমেদ। সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ফজলুল করিম চৌধূরী।
সভার শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারপার্সন এম এ আজিজ। সাংগঠনিক রির্পোট ও ফাইনান্সিয়াল রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধূরী ও কোষাধক্ষ্য সূফী সোহেল আহমদ। বিস্তারিত আলোচনা-পর্যালোচনার পর দ্বি-বার্ষিক সভায় রিপোর্টসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিদায়ী চেয়ারপার্সন ও সাধারন সম্পাদককে অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচন পরিচালনার করেন। তাকে সহযোগিতা করেন কাউন্সিলর ফয়জুর রহমান। নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার । এতে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা খলিল আহমদ কবির, জেনারেল সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন সুফী সুহেল আহমেদ ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল মিয়া। সভার পক্ষ থেকে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, পোর্টস মাউথ সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র আব্দুল কাদির, সাবেক ডেপুটি মেয়র মতিন উজ্জামান, ওয়েস্টহাম সিএলপি নিউহাম’র চেয়ারম্যান জেইন মিয়া, কাউন্সিলর দিনা হোসেন, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, খিদমাহ একাডেমির চেয়ারপার্সন শাহ মুনিম, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান প্রমুখ।
সভায় এ ছাড়া আরো বক্তব্য রাখেন- নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি এনায়েতুর রহমান খান, মাওলানা নাজিম উদ্দিন, নাজমুল হোসেন, মিসেস এমাদুন খান, রোবাইয়া পাপিয়া, আবদুল মালিক কুটি, শাহ সাইদুর রহমান, সৈয়দ জিল্লুল হক, এডভোকেট মুমিন আলী, আবদুল গফুর, শাহান চৌধুরী, আখলাকুর রহমান ও সালেহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি







