বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশনের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৭:৪১:৫০ অপরাহ্ন

যুক্তরাজ্যের বার্মিংহামে চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লব ফাউন্ডেশনের উদ্যোগে ৫ আগস্ট সন্ধ্যায় বার্মিংহামের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত সহকারী হাই কমিশনার আলীমুজ্জামান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম মাসুম ও উমর ফারুক টিপুর যৌথ সঞ্চালনায় ও মাওলানা সুয়াইবুর রহমানের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম ও ফাউন্ডেশনের এডভাইজার সৈয়দ জামিল ইসলাম বাবু।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জুলাই বিপ্লব ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ফরিদ মিয়া ও হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নর্থ রিজিয়নের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবের, হেফাজতে ইসলাম মিডল্যান্ডের সভাপতি মাওলানা এখলাসুর রহমান, জামি মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের প্রধান ইমাম মাওলানা শহীদুল্লাহ আজহারী, বিএনপি নেতা মাফিজ খান, স্মল হিথ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল মালিক পারভেজ, মানারাত ফাউন্ডেশনের ডাইরেক্টর প্রফেসর মাওলানা কাবির উদ্দিন, শিক্ষাবিদ ড. আব্দুল মতিন আজহারী এবং ড. মাহমুদ, আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিনুর রহমান চৌধুরী, আমার দেশ এর সাব এডিটর অলিউল্লাহ নোমান ও আমিনুল ইসলাম মাহমুদ। সাংস্কৃতিক পরিবেশন করে রেনেসাঁ কালচারাল গ্রুপ। বিজ্ঞপ্তি







