এসআই আকবরের জামিনে মুক্তি : লন্ডনে রায়হানের বোনের ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৮:৪৭:২১ অপরাহ্ন

সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামী পুলিশের এস আই আকবরের জামিন মঞ্জুর হওয়ায় নিহতের পরিবারে ক্ষোভ সিলেট থেকে লন্ডনেও ছড়িয়েছে। নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রায়হানের লন্ডন প্রবাসী বোন।
রোববার (১১ আগস্ট) স্থানীয় সময় রাতে পুর্ব লন্ডনে মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখা’ আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন লন্ডনে অবস্থারত মৃত রায়হানের বোন ও দুলাভাই।
তারা বলেন, আমার ভাই হত্যার ৫ বছর হয়ে গেছে কিন্তু আমরা আজ পর্যন্ত তার সঠিক বিচার পেলাম না। প্রশাসনের লোকেরা টাকার বিনিময়ে আমার ভাইয়ের হত্যাকারী এসআই আকবর সহ প্রধান চার আসামিকে জামিনে মুক্তি দিয়েছে। আমি চাই এসআই আকবরের জামিন বাতিল করে পুনরায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হউক। নয়তো এসআই আকবর বিদেশে পালিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি নেতা ও জাষ্টিস ফর ভয়েস এর সভাপতি সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা নিজাম উদ্দীন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার সভাপতি মো আব্দুল হামিদ শিমুল, সেক্রেটারী রাবেল আহমদ, মহানগরের ইভেন্টে ম্যানেজমেন্ট সম্পাদক ও মৃত রায়হানে খালাতো ভাই আশরাফুল ইসলাম নোবেল।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল বলেন, আমরা চলতি বছরের ১০ ফেব্রুয়ারী লন্ডন মহানগর শাখার উদ্যোগে রায়হান হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছিলাম। কিন্তু এর প্রায় ৬ মাস পরে প্রধান আসামী পুলিশের এস আই আকবরকে গত ১০ আগষ্ট জামিনে মুক্তি দেওয়া হয়। এতো সাক্ষী প্রমান থাকার পরও এসআই আকবরের মুক্তি প্রমাণ করে বাংলাদেশের প্রশাসনে এখনো আওয়ামীলীগের ধুসররা ঘাপটি মেরে বসে আছে।
বিশিষ্ট কমিউনিটি নেতা ও জাষ্টিস ফর ভয়েস এর সভাপতি সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বলেন, এসআই আকবরের মতো ভয়ংকর খুনীকে জামিনের মাধ্যমে রায়হান হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে ফের কারাগারে নিক্ষেপ করতে হবে। অন্যথায় সে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।







