লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৮:২৯:১৩ অপরাহ্ন

ফ্রান্স প্রতিনিধি : “প্রবাসে হৃদয়, মাতৃভূমিতে দায়িত্ব”- এই স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হাফিজ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী, কোষাধ্যক্ষ হয়েছেন ওয়াহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন অলিউর রহমান লায়েক।
রোববার (১৭ আগষ্ট) প্যারিসের একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য শাহনুর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন মো: এনামুল হক ও অলিউর রহমান লায়েক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মিরহাব আলী।
উপস্থিত সদস্যদের পরামর্শ ও অনুমতিক্রমে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য শাহনুর আলী আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।উপদেষ্টা পরিষদ, প্রধান নেতৃত্ব, বিভাগীয় সম্পাদক ও কার্যকরী সদস্য- এই চারটি ভাগে মোট ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুল আলী, সহ-সভাপতি লুৎফুর রহমান, বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক এনামুল হক ও টেপন মিয়া, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক, কোষাধ্যক্ষ ওয়াহিদ তালুকদার, প্রচার সম্পাদক ইউনুস আহমদ, সৈয়দ নাজির আলী, সারোয়ার সাজেক, রিপন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কমিটির সভাপতি হাফিজ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব প্রবাসীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করবে। কমিটির পক্ষ থেকে ঐক্য, সহযোগিতা ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।







