মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৮:২৮:৫৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেলাঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে যেসব অপরাধ সনাক্ত করেছে তার মধ্যে ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে থাকা।
সেলাঙ্গর জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, অপস মাহিরের মাধ্যমে ২১ থেকে ৪৫ বছর বয়সী মোট ৪৩ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।
তিনি বলেন, ১৭ জন সেলাঙ্গর জেআইএম কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে গোয়েন্দা তল্লাশি চালানো হয়। এরা সাধারণ শ্রমিক এবং আমরা শনাক্ত করেছি যে তাদের মধ্যে ৩২ জনের কাজের সময় রেকর্ডার কার্ড ছিল। এমন বিদেশীও আছেন যাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজের অনুমতি আছে যদিও প্রাঙ্গণটি নির্মাণস্থান নয়, এটি শর্তাবলী (কাজের পাস) লঙ্ঘন করে। তাদের বেশিরভাগেরই পাসপোর্ট আছে, কিন্তু এতে শ্রমিকের পাসপোর্টের কোনও রেকর্ড নেই।
গ্রেফতার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন বলে জানান পরিচালক।







