মালয়েশিয়ায় ৭ মাসে ৩ হাজার ১৯০ অভিবাসী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৬:১৯:২৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যজুড়ে ৪১৪টি অভিযানের মাধ্যমে মোট ৩ হাজার ১৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, গত জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ ২৭৭টি অভিযানের মাধ্যমে ২ হাজার ১৫৮ জন বিদেশীকে গ্রেফতার করা হয়।
রাজ্যের ক্লাং থেকে ৬১৭ , হুলু ল্যাঙ্গাট ১৯৩, কুয়ালা সেলাঙ্গর ১০২ এবং বাকিরা অন্যান্য জেলা থেকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৯৪১ জন বিদেশীর বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ৩৮৭ জন ইন্দোনেশিয়ান, ২৪৫ জন বাংলাদেশি, ১১৪ জন ভারতীয়, ৮১ জন পাকিস্তানি, ৪১ জন নেপালি, ২৮ জন মায়ানমার, ১৮ জন শ্রীলঙ্কান এবং বাকিরা অন্যান্য দেশের। বেশিরভাগ অপরাধের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সময় ধরে অবস্থান করা, বৈধ পাস, পারমিট বা ভ্রমণ নথি না থাকা।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(এল) ধারা অনুসারে বিদেশীদের সুরক্ষা দেওয়ার জন্য ২২ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মঙ্গলবার সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে এক মিডিয়া এনগেজমেন্ট সেশনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিচালক।
পরিচালক খায়রুল আমিনুস বলেন, ৩১ জুলাই পর্যন্ত সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে ৯৭৭ জন বিদেশীকে আটক করা হয়েছে, যার মধ্যে ৬৫৫ জন মায়ানমারের নাগরিক, তারপরে ইন্দোনেশিয়া ১২৩, বাংলাদেশ ৯৮, ভারত ৩৫, পাকিস্তান ২০ এবং অন্যান্য দেশের ৪৬ জন রয়েছে। পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৩০ জন বিদেশীকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার পরে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিদেশী বন্দীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা স্থানান্তরের ক্ষেত্রে ১ হাজার ২১৯ জন বিমানপথে এবং ৩৭২ জন সমুদ্রপথে পাঠানো হয়।
পরিচালক বলেন, রাজ্যের অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত রাখবে এবং জনসাধারণকে তাদের এলাকায় বিদেশীদের সম্পর্কে তথ্য বিভাগকে জানানোর অনুরোধ করছে।







