মালয়েশিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রবাসী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৯:১১:২৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের এক বিশেষ সমাবেশ। অলিম্পিক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ। তিনি বলেন, মালয়েশিয়া প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক নগরায়ন ও কর্মসংস্থানের কারণে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। এখানে কর্মরত প্রায় ২০ লাখ বাংলাদেশি শ্রম ও মেধা দিয়ে শুধু নিজেদের পরিবারকেই স্বচ্ছল করছেন না, বরং দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকেও সমৃদ্ধ করছেন।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত অর্থবছরে প্রবাসী আয়ের মাধ্যমে বাংলাদেশে এসেছে প্রায় ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছরে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। এর বড় একটি অংশ এসেছে মালয়েশিয়া থেকে, যা বর্তমানে বাংলাদেশের চতুর্থ বৃহৎ রেমিটেন্স প্রেরণকারী দেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান ট্রেড সার্ভিস ও ইন্টারন্যাশনাল ডিভিশন মো. সাইফুল ইসলাম এবং রেমিট্যান্স বিভাগের ইনচার্জ মো: রাশেল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো. সাইদুর রহমান ফারাজী, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মো: আলী হায়দার মর্তুজা এবং অগ্রণী রেমিট্যান্স হাউসের সিইও সুলতান আহমেদ।
সমাবেশে প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।







