মিশিগানে সাংবাদিক মুকতাবিস উন নূরের সাথে আমেরিকান ফোরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪:৪৯ অপরাহ্ন

সুলায়মান আল মাহমুদ, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে : সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূরের সাথে বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের ইসলামিক সেন্টার অব ওয়ারেনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের প্রেসিডেন্ট সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী হামিদ খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি লায়েছ উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিন রানা, সাংবাদিক মোস্তফা কামাল, ওয়ারেন সিটির বোর্ড অব রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জেবরুল ইসলাম খোকন, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সাবেক প্রেসিডেন্ট অলিউর রহমান, ইসলামিক সেন্টার অব ওয়ারেনের প্রেসিডেন্ট মাওলানা রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মাদ ফাতাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফরিদ আহমদ শিপলু, রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগান পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল, দৈনিক জালালাবাদের মিশিগান প্রতিনিধি সুলায়মান আল মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় কুরআন তিলাওয়াত করেন মাহবুবুর রহমান। এসময় অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে জালালাবাদ সম্পাদক মুকতাবি উন নূর বলেন, জুলাই বিপ্লবীরা রাষ্ট্রীয় নৈরাজ্যকে মোকাবেলা করেছে এবং পরাজিত করেছে। এভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছে ছাত্রজনতা। বিশ্বের ইতিহাসে এটি নজিরবিহীন বিপ্লব। এই বিপ্লবটি বাংলাদেশের জনগনের ওপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল শুধু তাদের বিরুদ্ধে নয় বরং স্বাধীনতা সার্বভৌমত্ব লুন্ঠনকারী ভারতের আধিপত্যের বিরুদ্ধেও ছিল। জুলাই বিপ্লবে প্রবাসীরা দূতাবাস ও হাইকমিশন ঘেরাও, সভা-সমাবেশ, ও রেমিটেন্স বন্ধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা এই আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করেছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মত দেশে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে ‘বাংলাদেশি আমেরিকান ফোরাম’ মিশিগানে অগ্রণী ভুমিকা পালন করছে। মুমিন পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের নেতৃবৃন্দ বলেন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক মুকতাবিস উন নূর শুধু একজন কলম সৈনিক হিসেবে নয়, তিনি দ্বীন ও সামাজিক কর্মকান্ডে গুরু দায়িত্ব পালন করেছেন। আনজুমানে খেদমতে কুরআনের পাশাপাশি ইক্বরাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে সদা নিজেকে নিয়োজিত করেছেন। এমন গুণীজনের সান্নিধ্য পাওয়া আমাদের জন্য গৌরবের। সংক্ষিপ্ত সময়ের জন্য আমেরিকা সফরে এসে মিশিগানে সময় দেয়ার জন্য মুকতাবিস উন নূরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানান।







