প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে প্যারিসে সমাবেশ মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫:২৪ অপরাহ্ন

কামরুল ইসলাম, ফ্রান্স থেকে : প্রায় ৫০ হাজার বাংলাদেশী বসবাস করেন ফ্রান্সে। তাদের দাবি একটাই প্রবাসীদের ভোটাধিকার চাই। এরই লক্ষ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার প্যারিস্থ বাংলাদেশ দুতাবাসের সামনে সমাবেশ করতে যাচ্ছে ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা।
বাংলাদেশ নাগরিক পরিষদের আয়োজনে ফ্রান্সের সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতারা। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি।
অতীতের কোনো সরকারই এ দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। প্রবাসীরা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে কোন সরকারই প্রবাসীদের ভোটাধিকারের বিষয় আন্তরিকতা দেখায় নি। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার।
এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে আর কখনো হয়তো করা হবে না।’ আয়োজকদের একজন ইমরান আহমেদ বলেন, ‘বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশনের সামনে প্রতিবাদ করেছেন।
সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে পতিত ফ্যাসিস্ট সরকারের টনক নাড়িয়ে দিয়েছিল। সুতরাং এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই দিতে হবে।’







