লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:২০:৫৬ অপরাহ্ন

বাংলাদেশে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর প্রশাসনের দ্বারা অতর্কিত হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের কফি কর্ণারের হলরুমে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার উদ্যোগে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে ও সেক্রেটারি রাবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা মো নিজাম উদ্দীন ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় উপদেষ্টা শামিমুল হক, আরিফুল হক, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সমন্বয়ক সাইদুজ্জামান সুমন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল ইসলাম, ইষ্ট লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক রাহিদ আলী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু ও মানবাধিকার কর্মী আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মানবাধিকার নেত্রী ও সাংবাদিক ফারিয়া আক্তার সুমি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাবিদ মিয়া, মানবাধিকার কর্মী আদিল আহমদ ও আশরাফুল আলম শামিম প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আইন ব্যবস্থা বলতে কিছুই নাই। যদি আইন শৃঙ্খলা থাকতো তাহলে একজন রাজনৈতিক দলের প্রধান ভিপি নুরকে কিভাবে প্রশাসনের লোক পিটিয়ে আহতে করে। তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু প্রশাসনে আওয়ামীলীগের দোসররা এখনো রয়ে গেছে। বিজ্ঞপ্তি







