নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭:৪৮ অপরাহ্ন

মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র্রের নিউইয়র্ক নগরীতে ৯ সেপ্টেম্বর এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউইয়র্কের ওজনপার্কস্থ বিয়ানীবাজার সমিতি ভবনে এ আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস্ যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউএস চ্যাপ্টারের সভাপতি সমাজসেবী মো. ইমদাদুল হক বেলাল।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র কর্মময় জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জেনারেল ওসমানী’র ¯েœহভাজন ব্যক্তিত্ব আব্দুল কাদির, গীতিকার গৌছ খান, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল কুদ্দুস টিটু, আব্দুল করিম, নিজাম উদ্দিন, কমর উদ্দিন ও বুরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ বঙ্গবীর জেনারেল ওসমানী’র জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন, দেশ ও জাতির জন্য এ মহান ব্যক্তিত্বের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর তাঁর জন্ম ও মৃত্যু দিবসে বাংলাদেশের সরকার ও রাষ্ট্র্র প্রধানের পক্ষ থেকে বাণী প্রদানের দাবি জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নিউইয়র্ক-এর যুগ্ম-সম্পাদক হেলিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং সভা শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর মাগফেরাত কামনা করে মুনাজাত করেন মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী। বিজ্ঞপ্তি







