প্রবাসীদের ভোটাধিকার প্রদানের দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৮:৪০ অপরাহ্ন

সংবাদদাতা: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় প্রবাসী ভয়েস ইউকে এর সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম ও সেক্রেটারি আব্দুস সালাম মাসুমের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহকারী হাইকমিশনারের নিকট সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় কমিটির কার্যকরী সদস্য মাওলানা এটিএম মোকাররম হাসান, মাওলানা সাইফুদ্দিন, মুছতাকিম বুরহানী, হাবিবুর রহমান, তোফায়েল আহমদ, খন্দকার আতাউর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল্লাহ সোহেল, সাদিকুর রহমান কাওছার, আতাউর রহমান, মাহবুবুর রহমান হেরো, মোহাম্মাদ আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষা ও নিশ্চিত করার জন্য সহকারী হাইকমিশনারকে তাগিদ দেন এবং সহকারী হাইকমিশনার প্রবাসী ভয়েসের কার্যক্রমের প্রশংসা করেন।







