বড়লেখা থানার ওসি ও এসআই পুরষ্কারে ভূষিত
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: আগস্ট মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনসহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা অর্জনের জন্য জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা।
সোমবার দুপুরে জেলা পুলিশ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাকে পুরষ্কার প্রদান করেন।
এছাড়াও আগস্ট মাসে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন এবং গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ঘোষণা দিয়ে পুলিশ সুপার, এমকেএইচ জাহাঙ্গীর হোসেন তাকেও জেলা শ্রেষ্ঠ এসআই’র পুরষ্কার প্রদান করেন।