রঙের দুনিয়া কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭:০৫ অপরাহ্ন
ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, ‘রঙের দুনিয়া’র প্রতিটি কবিতায় পাঠকরা দুনিয়া ও আখেরাতের কামিয়াবি লাভের প্রেরণা পাবে। সহজ-সরল ভাষায় রচিত এ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে সমাজ বাস্তবতার সার্থক প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক-কলামিস্ট কে এম আবু তাহের চৌধুরীর ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারে এ প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাংবাদিক আফতাব চৌধুরী, শিক্ষাবিদ লে.কর্নেল অব. সৈয়দ আলী আহমদ, সাহিত্য সমালোচক প্রিন্সিপাল মোহাম্মদ শামছ্ উদ্দিন আহমদ এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
প্রকাশনা অনুষ্ঠানে ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক জালালাবাদ-এর সহকারি সম্পাদক কবি নিজাম উদ্দিন সালেহ। স্বাগত বক্তব্য রাখেন পান্ডুলিপি প্রকাশন-এর কর্ণধার ও প্রকাশনা উৎসব কমিটির সদস্য-সচিব বায়েজীদ মাহমুদ ফয়সল।
কাব্যগ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক আ.ফ. ম সাঈদ, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কবি মোয়াজ আফসার, নলেজ হারবার স্কুল এন্ড কলেজ-এর প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, কবি বাছিত ইবনে হাবীব, কবি বেলাল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী। বিজ্ঞপ্তি