জাতীয় লিগ টি-টোয়েন্টি এখন শুধুই সিলেটে
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮:০৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : রাজশাহী ও বগুড়ার ক্রিকেটানুরাগীদের রোমাঞ্চ সবটুকুই ভেসে গেল বৃষ্টিতে। জাতীয় তারকাদের লড়াই নিজ শহরে আপাতত আর উপভোগ করতে পারছেন না তারা। বৃষ্টির কারণে স্থগিত হওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি আবার শুরুর পর সব ম্যাচই হতে যাচ্ছে সিলেটে। সিলেটের দুই ভেন্যুতে শুক্রবার আবার শুরু হবে মাঠের লড়াই। বুধবার টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সূচীতে রাখা হয়েছে অনুশীলন।
গত বছর নতুন করে শুরু হওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টির পুরো টুর্নামেন্ট হয়েছিল সিলেটই। তবে এবার এই টুর্নামেন্ট আরও ছড়িয়ে দিতে শুরুর দিকের ছয়টি করে ম্যাচ রাখা হয়েছিল রাজশাহী ও বগুড়ায়। গত রোববার টুর্নামেন্ট শুরুর দিনে বৃষ্টির কারণে রাজশাহীর ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে। বগুড়ার ম্যাচ পুরোই ভেসে যায় বৃষ্টিতে।
বগুড়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানকার পরের দুই দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীতেও পরের টানা দুই দিন আর কোনো ম্যাচ হতে পারেনি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট।
নতুন সূচিতে তা আবার শুরু হচ্ছে শুধু সিলেটে। রাজশাহী ও বগুড়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সেখানে আর খেলার ঝুঁকি নেওয়া হয়নি। আগের সূচির প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিন ম্যাচ আর হচ্ছে না। পয়েন্ট ভাগাভাগিই থেকে যাচ্ছে। তৃতীয় দিনের খেলা থেকে আবার টুর্নামেন্ট শুরু হচ্ছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এখানকারই আউটার স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। প্রাথমিক পর্বের লড়াই শেষ হবে ৭ অক্টোবর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১০ অক্টোবর। ফাইনাল ১২ অক্টোবর।