যুক্তরাজ্যে অধ্যাপক আব্দুল হান্নান: প্রবাসীদের সাথে নিয়েই আগামীর বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রবাসীদের নির্বাচনের বাইরে রেখে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। এজন্য আমরা যা যা চেষ্টা করতে হয় করে যাবো।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে যুক্তরাজ্যের নর্থ লিংকনশায়ারের স্কানথরপে বিশ্বনাথ ওসমানি নগরের প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন।
ওসমানি নগর বিশ্বনাথ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিনিউটি নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের খ্যাতিমান আইনজীবী, পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশীরা।
জামায়াত মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসীদের নানান বঞ্চনা ও হতাশার কথা শুনেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে চেষ্টা করা হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিশ্বনাথ ওসমানী নগরবাসীর প্রতি অধ্যক্ষ আব্দুল হান্নান এর মতো স্বজ্জন ও সমাসসেবীকে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।
দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে জামায়াত জিহাদ ঘোষণা করেছে জানিয়ে আব্দুল হান্নান বলেন, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের বিমানবন্দর সহ বিনিয়োগে সহযোগিতার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতা করা হবে। এবারের নির্বাচন তরুণদের মাধ্যমে জাতি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রবাসীদের বড় ভূমিকা ছিল আগামীতেও সহযোগিতা করবেন এমন প্রত্যাশা করেন।
তিনি বলেন আমাদের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু বিগত দিনে অব্যাবস্থাপনা আর দূর্নীতির কারনে এসব সম্পদের ব্যাবহার করা যায়নি। জামায়াতে ইসলামীর পরিকল্পনা রয়েছে এসব সম্পদের ব্যাবহার করে বিদেশ রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব। তিনি বিশ্বনাথ ওসমানী নগর ও বালাগঞ্জের বিপুল সংখ্যাক লন্ডন প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এইসব এলাকার মানুষের অনেকের জীবন মান উন্নয়ন হলেও অনেক এলাকায় শিক্ষা ও উন্নত স্বাস্থ্য ব্যাবস্থার অভাবে জনগন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বলেন প্রবাসীদের নিয়েই আমি আগামীতে এই এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কানথর্প এর কাউন্সিলর মাশুক আলি, সলিসিটর আনছার হাবিব, সেইভ বাংলাদেশ ইউকে এর আহবায়ক মুখলিছুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আব্দুল খালিক শরফুদ্দিন, ওসমানী নগর বিশ্বনাথ ফোরামের আহ্বায়ক শাহ নেছার আলি, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি মাওলানা নজরুল ইসলাম,
নর্থ বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল ইসলাম, নর্থ ইংল্যান্ড বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সেক্রেটারি নুরুল আমিন তারেক, সাংবাদিক আবু বকর সিদ্দিক, কমিনিউটি নেতা মুজিবুর রহমান,সাবেক ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, কামাল আহমেদ, দেলাওয়ার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি







