নূরুল হকের মৃত্যুবার্ষিকীতে সাইক্লোনের সভা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৬:০৩ অপরাহ্ন
মুহম্মদ নূরুল হক আলোকিত মানুষ তৈরিতে পালন করেছেন অগ্রণী ভূমিকা। আলোকিত মানুষ গড়ে তুলতে তিনি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিয়েছেন বই এবং এজন্যে তিনি সিলেটে গ্রন্থাগার আন্দোলনে পথিকৃৎ-এর ভূমিকা পালন করেছেন। সতীর্থদের নিয়ে তার গড়ে তোলা প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আজ সিলেট তথা বাংলাদেশের গর্বের প্রতিষ্ঠান।সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩২৬তম সাহিত্য আসরে গ্রন্থাগার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, মুসলিম সাহিত্য সংসদের আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান বক্তার বক্তব্যে কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এ কথা বলেন।
গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেলের সভাপতিত্বে মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে বুধবার অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহম্মদ নূরুল হকের দৌহিত্র, চৈতন্য প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরী এবং মুল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসার। লেখক হুসাইন হামিদের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি সালেহ আহমদ খসরু, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক কবি ইশরাক জাহান জেলি, কবি কামাল আহমদ, কবি মিজানুর রহমান মিজান ও টিএ সুলেমান প্রমুখ। বিজ্ঞপ্তি