নগরীতে চোলাই মদ ও ভারতীয় জিরাসহ ৬জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ৮লিটার চোলাই মদসহ ৫জন এবং ১৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেফতার করা হয়।
এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরের ভার্থখলা সাকিনস্থ সুইপার কলোনীতে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। থানার এএসআই অরুন চন্দ্র কৈরীর নেতৃত্বে অভিযান চালিয়ে সুইপার কলোনীর লিটন বাসফরের বসতভিটার বারান্দা হতে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় বালাগঞ্জ উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র চেরাগ আলী (৪২), একই উপজেলার আনোয়ারপুর গ্রামের গোলাম কিবরিয়া চৌধুরীর পুত্র শরিফ আহমদ চৌধুরী (৪০), বিশ্বনাথ উপজেলার উত্তরপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র মো: দিলু মিয়া (৪০), দক্ষিণ সুরমা উপজেলার নিজ জালালপুর গ্রামের কদর আলীর পুত্র সাহাব উদ্দিন (৪৫) ও একই গ্রামের আব্বাস আলীর পুত্র রাজন মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ২৪ (ক)/৪১ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯ (২৪/০৯/২০২৫)। আসামীদের আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকা মূল্যের ২ হাজার ১০ কেজি ভারতীয় জিরাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। শাহপরাণ (রহঃ) থানার এসআই মাহবুবুর রহমান চকদারের নেতৃত্বে মুরাদপুর সুরমা বিরিয়ানী হাউজ এন্ড স্ন্যাকবার দোকানের সামনে বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান হতে ৬৭টি বস্তা ভারতীয় জিরাসহ চালক মোঃ জাকারিয়া আহমেদকে (২৮) গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি জৈন্তাপুর উপজেলার হেমু উত্তর শ্যামপুর গ্রামের কামাল হোসেন পাকির পুত্র। এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় ১৯৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ই (১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০ (২৪/০৯/২০২৫)। আসামীকে আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আটক সবাইকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ প্রেরণ করা হয়েছে।







