সিলেটে সেপ্টেম্বরে ২৬ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬০
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি মৌসুমে জানুয়ারী থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। এরমধ্যে সেপ্টেম্বরে ২৬ দিনে আক্রান্ত হয়েছেন ৬০ জন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ৪ জন, ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
এদিকে চলতি মওসুমে এবং সেপ্টেম্বর মাসেও সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে রয়েছে হবিগঞ্জ জেলা। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৭০ জনের ৯৬ জনই হবিগঞ্জ জেলার বাসিন্দা। জেলাটিকে বিভাগের ডেঙ্গু হটস্পট হিসেবে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ৯ মাসে বিভাগে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ১৭০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৬ দিনে শনাক্ত হয়েছেন ৬০ জন। গত আগস্ট মাসে শনাক্ত হয়েছেন ৪৮ জন। এছাড়া গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন ২৯ জন। জুন মাসে শনাক্ত হয়েছেন ১৪ জন। মে মাসে শনাক্ত হন ১২ জন। এপ্রিল ও ফেব্রুয়ারী মাসে কোন রোগী শনাক্ত না হলেও জানুয়ারী মাসে ৬ ও মার্চ মাসে ১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন।
চলতি মৌসুমে বিভাগে ১৭০ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট জেলার ৩১ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২০ জন এবং হবিগঞ্জে ৯৬ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সিলেটে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের কোন তথ্য মিলেনি। যারাই আক্রান্ত হয়েছেন সকলেরই ট্রাভেল হিস্ট্রি রয়েছে। বিশেষ করে ঢাকার পাশর্^বর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা তুলনামূলক বেশী। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, সিলেট নগরীতে এখনো স্থানীয়ভাবে কারো ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আমাদের নিয়মিত এডিসের লার্ভা খোঁজার কর্মসূচী অব্যাহত রয়েছে। এবছর খুব কম লার্ভা মিলছে।







