সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশি পণ্যের দাপট
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৩:১০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী Sabah Investment and Trade Expo 2025 (SITE 2025) । ২৬-২৮ সেপ্টেম্বর সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (ঝওঈঈ) আয়োজিত এই বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পেয়েছে।
২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টায় মেলার উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধন শেষে তিনি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন এবং দেশটির শীর্ষ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর স্টল পরিদর্শন করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে স্থানীয় সরকারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি চিফ মিনিস্টার বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে বাজার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরে তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার ও প্রাণ-এর প্রতিনিধিদের সম্মাননা সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজক সংস্থা Federation of Sabah Industries (FSI)- এর প্রেসিডেন্ট নাটালি ফুং, স্থানীয় ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি ও সাবাহ রাজ্য সরকারের কর্মকর্তারা। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন। প্রাণ-এর প্রতিনিধিত্ব করেন আবু বকর সিদ্দিক, মো. পারবেজ হিরা, সাকিব রাফি এবং মুরুগান মার্ক।
মেলার দ্বিতীয় দিনে ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা ঋঝও প্রেসিডেন্ট নাটালি ফুং ও সাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিম-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা চান এবং ফেডারেশনকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফেডারেশন প্রতিনিধিরা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য ও পানীয়, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিকপণ্য ও তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিযোগ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে মালয়েশিয়ার পূর্বাঞ্চল তথা সাবাহ রাজ্যে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হবে।