কারাতে প্রতিযোগিতার পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪:৪৫ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট কর্তৃক আয়োজিত সিলেট জেলায় কারাতে প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার প্রদান বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনসি মোঃ আব্দুল্লাহ আমিন মাসুদ, পরিচালক, বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট কারাতে একাডেমি, সিলেট, ফয়েজ কারাতে একাডেমি, সিলেট এর পরিচালক ফয়েজ আহমেদ, আইকনিক কারাতে একাডেমির পরিচালক শরীফ আহমেদ চৌধুরী, ইমরান নূর মার্শাল আর্ট একাডেমির পরিচালক ইমরান নূর, সায়েম কারাতে একাডেমির পরিচালক সায়েম আহমেদ, সেনসি আর কে এম মামুনুর রহমান এনাম, সৈয়দ ইসহাক রহমান, রেফারি হাসিবুর রহমানসহ বিভিন্ন কারাতে ক্লাব ও একাডেমির কোচ ও ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কারাতে প্রতিযোগিতায় ০৪ (চার) টি গোল্ড মেডেল, ০২ (দুই) টি সিলভার মেডেল ও ০১ (এক) টি ব্রোঞ্জ মেডেল নিয়ে বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট কারাতে একাডেমি, সিলেট, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানার আপ হওয়ার গৌরব অর্জন করে আইকনিক কারাতে একাডেমি, সিলেট। কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপসহ অন্যান্য বিজয়ীদের মাঝে মেডেল, সার্টিফিকেট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি