নগরে পুলিশের পৃথক অভিযানে আটক ৫
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার নগরীর বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চোরাচালানি, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী রয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকা থেকে হৃদয় আহমেদ ঝাড়ু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নগরীর খুলিয়াপাড়া এলাকার নিলীমা-১২ বাড়ির বাসিন্দা শুক্কুর মিয়ার ছেলে। সে একাধিক চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
এদিকে শুক্রবার রাতে নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লক এলাকার স্প্রিং টাওয়ার-০১ এর সামনে সরাবন এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে থেকে ৪৫ পিস ইয়াবাসহ রুবেল দাস (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার উচারগাঁও গ্রামের শচীন্দ্র দাসের ছেলে। বর্তমানে নগরীর রায়নগর এলাকার প্রত্যয়-৫ এ বসবাস করছিলেন।
অপরদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর শাহজালাল (র.) মাজার এলাকা থেকে ১টি ছিনতাইকৃত মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জালালাবাদ থানাধীন মইয়ারচর ৪নং ওয়ার্ডের মৃত আঃ করিমের ছেলে মো. হাসান উরফে বুলেট ও এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার আব্দুল জলিলের ছেলে জহুর রায়হান (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৫টার দিকে জনৈক মোঃ এলান হোসেন (৩৩) নগরীর শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন। শাহজালাল (র.) মাজার এলাকার ভেতরে ওজুখানার সাথে পাবলিক টয়লেটের পার্শ্বে অজ্ঞাতনামা ৩ ছিনতাইকারী ধারালো চাকু ধরে জোরপূর্বক তার মানিব্যাগে থাকা নগদ ১ হাজার ৭৫০ টাকা এবং তার ব্যাবহৃত মোবাইল (স্মার্ট ফোন) জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করে।
এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহপরান থানাধীন মুরাদপুর পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪২ বস্তা ভারতীয় সুপারিসহ সোহেল আহমদ (৩২) নামের একজনকে আটক করে পুলিশ। সে সিলেট জেলার জৈন্তাপুর থানার নিজপাক মজুমদারপাড়ার মৃত আব্দুল লতিফের পুত্র। আটককৃত ভারতীয় সুপারির আনুমানিক বাজারমল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা।
এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







