সিলেট সীমান্তে বিজিবির আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার দিন থেকে রোববার ভোর পর্যন্ত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা, উৎমা বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পিয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু এবং বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ আটক করে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
পৃথক অভিযানে জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেটে যাত্রীবাহী বাস থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।







